Ads Area

পাশের বাড়ি - গৌতম তালুকদার

 পাশের বাড়ি


গৌতম তালুকদার

পাশের বাড়ির মেয়েটি এখন আর জানলার 
পাশে দাঁড়িয়ে চুল বাঁধে না লাল ফিতে দিয়ে। 
মাইঠ্যল পারে এক কাঠা খালি জমিতে  
বর্ষায় ভিজে থাকা জমে থাকা জলে 
বাতাবী লেবুর ফুটবলে কাদা জল মাখা মাখি। 

এক শূন্যে গোলে জিতে নেওয়া টফীর মিছিল
ঘুরিয়ে নিয়ে জানলার পথ ধরে সবার আগে
পা চালানোই দেখতে দেখানোর কৌশল।

এখন ভাত পেটে ঘুমের দুপু'র বৃষ্টির অপেক্ষায়,
জানলার পাশে নিমগাছ ঝুকে দেখে বিছানা।
বিকেলের আড়মোড়া ভেঙ্গে সন্ধ্যাকে আহ্বানের
প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ।


প্রতিবেশী বিধবা শেফালি সন্ধ্যা প্রদীপ হাতে
একবার নেমে আসবে উঠনে;
তখন খালি ছাদে আকাশের চাঁদ দেখবো। 
চিলেকোঠায় সব কটা বাতি নিভিয়ে রাখি যেন, 
নিমগাছ দেখতে না পায় যা দেখে এখনো চলেছি।

বর্ষা আসে বর্ষা যায় বাতাবী লেবু পাকে একাঠা
জমি ইট বালি রড সিমেন্টে আকাশ ছুঁয়ে থাকে
ওরা মুচকি হাসে ভাবে বুড়ো হাঁসের স্মৃতির টান
কেবল আমি ভাবি শরৎ শিউলী এবার হাসবে তো !




৫১,প্রতাপ গড় ,যাদবপুর ,কলকাতা-৭০০০৭৫


গৌতম তালুকদার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area