বিপ্লবী জনতা জাগো মোহাম্মদ রফিকুল ইসলাম জমানো বিষম ব্যথা, বলতে প্রাণের কথা, এইবার জেগে উঠো জনতা- আর কতো করবে ভুল? চুষবে বুড়ো আঙ্গুল, ঝেড়ে পেলো মনের সব হীনতা।। দল-মত ভুলে যাও, সব হাত এক হও, সব প্রাণে জাগাও আজ একই ভাষা - ছুঁড়ে ফেলে রেষারেষি, চলো পথে পাশাপাশি, মানবোনা আর মোরা কোনো তামাশা।। বুকের পিঞ্জর মাঝে, ভীরুতার দপ বাজে, কেনো এই দশা তোর হীন বল? নেশা ঘোরে ঘুমালে, হেলা মাঝে হারালে, ভবিষ্যতে পাবিরে তুই কি-ফল? তোর প্রাণের উপজেলা, চলনার পাশা খেলা, মায়া দ্বীপের চোরাবালি গিলে হায় - অলস কাটালে বেলা, বুঝবে শেষে ঠেলা, বিষের শেল্ বুকে যদি বিঁধে যায়।। চোষক শুধু বারে বারে, কলজেটা ঝাঁঝরা করে, অসাঢ় দেহ মোর চিবিয়ে গিলে- প্রানহীন খাঁচা মোর , চায় যদি ঊষা ভোর, পদাঘাতে আঁধারে ওরা ছুঁড়ে ফেলে।। চোখ বুজে রইবে? কতো আর সইবে! আওয়াজ তোলো উচ্চকণ্ঠে চাই অধিকার - দাবী আদায় না করে, ফিরবোনা কেউ ঘরে, আছে কে হারায় মোদের এইবার।। জাগো আজ দাঁতমারা, জাগো বাগান বাজার, জাগো হেয়াকোর বিপ্লবী জনতা- রুখে দাও সব পাঁয়তারা, হেয়াকো অথবা দাঁতমারা, উপজেলা চাই-চাই ছড়াও এই বারতা।। |