উত্তরণের ঈদ
কমল ঘোষ
হিন্দু নয়, মুসলিম নয়, নয় যে খ্রীষ্টান,
প্রকৃত ধর্ম মানুষকে করে সত্যিই মহীয়ান।
ত্যাগ - তিতিক্ষা জাকাত নিয়ে সবাই যেন জাগে,
মানুষ বাঁচে পরের তরে আল্লাহর অনুরাগ।
এই সংসারে সবাই যখন স্বার্থের মোহে অন্ধ,
ইদুজ্জোহা বলে ত্যাগের কথা, স্বার্থপরতা বন্ধ।
ভ্রাতৃত্ববোধ আর সাম্য হল এই উৎসবের সুর,
এই জীবন স্বার্থক হোক, হানাহানি হোক দূর।
শুভ বোধের জাগরণ হোক, ধন্য হোক ধরণীর ধুলো।
হজ করে হোক অন্তরাত্মা পবিত্রতায় পূর্ণ,
লোভ-লালসার ইতি ঘটুক, দর্প হোক চূর্ণ।
কলমে - কমল ঘোষ
ঠিকানা - গ্রাম - মালঞ্চ, ডাকঘর - রাখাজঙ্গল,
জেলা - পশ্চিম মেদিনীপুর, সূচক - ৭২১৩০১, পশ্চিমবঙ্গ, ভারত, মোবাইল