এস্কেলেটর
©অঞ্জলি দেনন্দী, মম
দিল্লীর এয়ারপোর্ট - সেথায় আমি।
সঙ্গে ছেলে আর স্বামী।
ওরা দুজনে এস্কেলেটরে উঠলো।
সেটা ওপরদিকে ছুটলো।
আমি পা রাখতে পারিনি, খুব ভয় পেলো।
ওরা উঠে গিয়েও আবার নেমে এলো।
আমায় ধরে দাঁড় করিয়ে দিল।
ওপরে উঠে নামার সময়
ধপাস করে গেলুম পড়ে।
ওরা ধরে উঠিয়ে নিল।
বলল, "কিসের তোমার ভয়?
দ্যাখো তো কতজন চড়ে!"
হাসলাম আমি।
হাসলো আমার ছেলে ও স্বামী।