নিজের অজান্তেই
মো: ফরমান হোসেন
মন চায় ছুঁয়ে দিতে,
দিগন্তের ঐ স্বপ্নটাকে
হতাশ হয়ে মন টা ভাবায়
পারবো কি যেতে আমি নিজের অজানায়।
হবো বড়, চড়বো গাড়ি
স্বপ্ন গুলো কি শুধুই ছিল খাম-খেয়ালি
স্বপ্ন গুলো যদি সত্যি দাঁড়ায় বাস্তবতায়
পুনরায়
মিশে যাবো স্বপ্নের সঙ্গে নিজের অজানায়!¡!
করি প্রার্থনা, হে প্রভু আমায়!¡!
অন্যের ক্ষতি করি ও না কভু!¡!
জীবনের পথে চলাই!¡!
কোনো ক্রমেই নহে নিজের অজানায়!¡!¡!
লকডাউনের পুরোটুকু সময়!¡!
তাৎক্ষণিক ভাবে পড়া-শোনা হারাই!¡!
ভবিষ্যতে কি আছে হায়!¡!
তা এখনো নিজের অজানায়!¡!¡!
ভূমির ঠিক উপরে বিশাল আকাশের মাঝে
লাল, নীল, সাদা ও কালো মেঘ ভাসে
বাতাসের টানে এক কিনারা থেকে আরেক কিনারায় ছুটে যায়
আসলে,তার ঠিকানা আছে তার নিজের অজানায়!¡!
জীবনের সংজ্ঞা কেউই তো জানে না
হয়তো কেউ জীবনের সঠিক অর্থ খুজেই পাবে না,
জীবনে কি আছে ভাগ্যেই জানে তাই