Ads Area

শাকিল সাঈদ ’র দুইটি কবিতা

১.

শাকিল সাঈদ
প্রাপ্তির খাতা শাকিল সাঈদ যেদিন আমি থাকবো নাকো নিথর দেহ রইবে পড়ে, গভীর ঘুমে কাঁটবে নিশি রইবো আমি অচীনপুরে। কারোর চোখে ঝড়বে অশ্রু কারোর বুকে উঠবে ঝড়, কেউবা বসে ভাববে মোরে কেউবা ওগো করবে পর। জীবন তরী ডুববে ওরে হারিয়ে যাবে স্মৃতিরপাতা গগন কোনে শুধু আধার শূন্যতা শুধু প্রাপ্তির খাতা ।


২.

আমারও তো ইচ্ছে হয় শাকিল সাঈদ

আমারও তো ইচ্ছে জাগে প্রেম ভেলায় ভাসতে আমরও তো ইচ্ছে হয় কাউকে ভালোবাসতে। আমারও তো ইচ্ছে হয় হারাতে দূর অজানায়, বহমান নদী যেথা মিশেছে এক মোহনায়। আমারও তো ইচ্ছে হয় ছুঁয়ে দেখি কারো হাত, কারো কথা ভেবে ভেবে পাড় করে দেই রাত। আমারও তো ইচ্ছে হয় কাউকে নিয়ে ভিজতে, হৃদয়ে লুকিয়ে থাকা মনের কথা বলতে। আমারও তো ইচ্ছে হয় পড়াতে পায়েল পায়ে, নিশি রাতে সঙ্গোপনে ভাবুক আমায় নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area