১.
শাকিল সাঈদ |
২.
আমারও তো ইচ্ছে হয় শাকিল সাঈদ
আমারও তো ইচ্ছে জাগে প্রেম ভেলায় ভাসতে আমরও তো ইচ্ছে হয় কাউকে ভালোবাসতে। আমারও তো ইচ্ছে হয় হারাতে দূর অজানায়, বহমান নদী যেথা মিশেছে এক মোহনায়। আমারও তো ইচ্ছে হয় ছুঁয়ে দেখি কারো হাত, কারো কথা ভেবে ভেবে পাড় করে দেই রাত। আমারও তো ইচ্ছে হয় কাউকে নিয়ে ভিজতে, হৃদয়ে লুকিয়ে থাকা মনের কথা বলতে। আমারও তো ইচ্ছে হয় পড়াতে পায়েল পায়ে, নিশি রাতে সঙ্গোপনে ভাবুক আমায় নিয়ে।