Ads Area

আমি ভাষা শহীদ বলছি - এম. আদনান হাবিব

 আমি ভাষা শহীদ বলছি

এম. আদনান হাবিব

এম. আদনান হাবিব


বায়ান্নতে কেন রক্ত দিলাম ?
কেনইবা রক্ত ঝরিয়ে ফেরালাম এ ভাষা ?
কার লাগিয়া জীবন দিলাম?
জাগাইলাম কার আশা ?

কার লাগি আত্ম জীবন দিলাম বিসর্জন?
বুলেট তরে বুক পাতিলাম , শুনলাম মায়ের ক্রন্দন!

যাদের লাগি জীবন দিয়ে ভাষা নিলাম কিনে ,
তারা কেন বোঝেনা এর মর্ম ?
রক্ত গন্ধি এ ভাষাকে তারা  করেছে নিলাম ,
তাদের এ কেমন হীন কর্ম ?

ওরা কেন করছে ভাষার অপচয় , আর অপব্যবহার?
সদাসর্বদা গড়ছে কেন, অশ্লীল ভাষার পাহাড় ?

রক্ত ছোয়া ভাষা আমার রেহাই পায়নি মৌলবির রঞ্জে,
পুরোহিতের কাছেও মেলেনি রেহাই !
রক্তমাখা এই ভাষা পায়নি রেহাই গ্রামে গঞ্জে,
শহরের ঐ ভদ্রতাতে ও রেহাই তার নাই । 

বেলা গড়ালো অনেক দূর , জাগো হে বাঙ্গালীয়ান ,
কন্ঠে বাঁধ সপথ তোমার, বাঁচাও মাতৃভাষার সম্মান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area