Ads Area

কস্ট - সুপ্রভাত মেট্যা

কস্ট

সুপ্রভাত মেট্যা

ভালো নেই ,কস্টে আছি।
ব্যথায় অক্ষরগুলি হারিয়ে যাচ্ছে ,জলের ওপারে আমার।
একটি নিভৃত কান্না
অশ্রু শব্দের ফোঁটা হয়ে ঝরে পড়ছে অতল গভীরে কোথাও ।
আমি কী লুপ্তপ্রায় পৃথিবী-মানুষের ছায়া হয়ে উঠছি ক্রমশ !
জীবাশ্ম সভায় ,প্রাচীন শোয়ানো মাটির অক্ষরে অন্ধকার লিপি হয়ে উঠছি ?

তবু কেন জানি,
সমস্ত ধ্যানধারনার বাইরে গিয়ে
আমার বয়সরক্ষক ,শতায়ুর স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে কী খুশিতে  আরও কবিতা চাইছে ! 
সুপ্রভাত মেট্যা

আরও অনেক কস্ট চাইছে লেখার !





কবির নাম :-সুপ্রভাত মেট্যা
গ্রাম :-বলরামপুর
পোষ্ট:-জয় বলরামপুর
থানা:-তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর
পিন:-৭২১১৩৭
মোবাইল  ও হোয়াটস্যাপ নং:-৮৬৩৭৮১১৫৯৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area