বাউল কবি একরামুলহক |
কবিতাঃ ঘুষের টাকাঃ
বাউল কবি একরামুলহক
তোমার মেয়ের ভাগের সম্পর্তি
তুমি ছেলের নামে দিলে,
তুমি কিসের ভালমানুষ এ সমাজে-?
হাজার ভাল গল্প করিলে।।
ঘুষের টাকা ইচ্ছামত তুমি
মসজিদে দান করিলে,
তুমি কিসের তাতে দানকারী-?
হালাল পথে রুজিনা হলে।।
সুদ ঘুষের টাকা দিয়ে তুমি
বাড়ি গাড়ি করিলে,
তুমি কিসের বড়লোক-?
বুঝবে একদিন মরিলে।।
রচনাকালঃ ২০/৫/২০২২
২.
কবিতাঃ তত্ত্ব ভান্ডার
.
নদী থেকে ওঠছে আগুন
পানি হইলো গরম,
সেই নদীতে গেইলে লোহা
নিমিষে করে নরম।।
ভাটির ভাঙ্গে হয় মরুভূমি
উজান দিকে জল,
আসমান পুরে তুলছে পানি
বসায় হাওয়ার কল।।
শুকনা নদীত সাতার খেলে
খুুজে পায়না মাটি,
ভরা নদীত পাড়ি জমায়
নেহার করে হাটি।।
রচনাকালঃ ১৬/৫/২০২২ খ্রিঃ