জি জে আফরোজ |
#জেলাঃ_পটুয়াখালী কেমন করিয়া বসিয়া রহিনু ঘরে দূরদূরান্ত থেকে আসিয়া হাত পাতিনু দ্বারে দ্বারে, সাদরে চাহি দুটি কড়ি দাও মোরে অজস্র বেদনা আর রুগ্ন গোত্ররে ধরি চরণে। বসিয়া রহিয়াছি ঘরে বিবি দুটো চালের আশায় কাঁদিতেছে ছোট্ট খোকা খুকি নিমিত্ত ক্ষুধার জ্বালায় জ্বলে না উনুন দিন চারি ধরে- মাটির পাত্র খানা রহিয়াছে পরে কাগজে পত্তরে আমি বি এ পাশ চাকুরী হয় না পয়সা ছাড়া তাইতো ফকিরের বেশ। নাইকো ত্যানা পড়িবারের লাগি তালি দিয়ে জড়াইছি পাছায়, চাহিয়া জুটাই'ছি । করিছিনু বড়বাবুর জুতা কালি করার কাম দিবা শেষে ওঠে না তব এক থালা ভাত এর দাম। দিন দিন বাড়িয়া চলিয়াছে দেনা পাওনা একবেলা খাইলে দুইবেলা পাই না কুলি মজুর কামার-কুমার আছে যত কর্ম স'বি করিয়াছি মানি নেই জাত- কূল ধর্ম। এখন ভিক্ষার থালা নিয়ে হাতে, তাও জুটে না এদিক সেদিক ঘুরিয়ে-ফিরিয়ে পড়ে না পাতে নশ্বর কাটিনু কি জীবন যাতে তাতে!! সাওম শেষ করে আসিতেছে ঈদের দিন সকলেই বিলাসিতায় কাটি'নু সময় রঙিন খোকা-খুকি এক বক্ষ বেদনায় মন মলিন। তবে হাক পারি না কারো সাথে দিব্য বেশ ভালোই চলিছে জীবন কোনমতে।