কথা হচ্ছিল ; কথার পিঠে
তুমিও জুড়ছিলে কথা
হঠাৎ নীরব হলে....
কথার অর্থ হয়। বুঝিও।
কিছু কিছু নীরবতা অতল গূঢ়
বুঝতে বুঝতে সন্ধ্যা নেমে আসে....
২. দু-একটি শব্দ
কোকিল ডাকার শব্দে টের পাই
ভোর হ'ল
ঘুঘু ডাকলে বিষন্ন বিকেল নামে উঠোনের কোনে
তারা ফোটে নিঃশব্দে, ফুলও
তবে কেন এত শব্দের অপচয়, দীর্ঘ কবিতা
দু-একটি শব্দে যখন....
৩. যাদুবাস্তবতা
স্রেফ পাঁচটি শব্দ দাও, একেবারে বিশুদ্ধ, পলিউশনফ্রী
তোমাকে দেব আস্ত এক গ্রহ...
ধরো ক্ষিতি, অপ, তেজ....
এইবার বানাবো 'শ্যামলী'-র মতো এক
মাটির বাড়ি, এক মৃণ্ময়ী প্রতিমাও
যে-ই তাকে চিন্ময়ী রূপে দেখবে
অমনি সে গোটাকয় লাউ বীজ পুঁতবে উঠোনে
জল দেবে, সূর্যের আলো পড়লে
দুটি বীজপত্র খুলে যাবে হাওয়ায় হাওয়ায়
বলো, পেলে কিনা তোমার ভূবন —
পাঁচটি শব্দেই লেখা যায় ভূ থেকে ভূমা...
৪. অনামিকাকে
দানমুদ্রায় আছি ; কথা হল
তুমি কি প্রস্তুত নিতে
তোমার থলিটি জীর্ণ নয়তো !
একটি কণাও যদি মালিন্য স্পর্শ করে
সব আয়োজন, দেওয়া আর নেওয়া
বিলকুল মাটি হয়ে যাব —
মাধুকরী আমার সম্বল, সঞ্চয় বলে কিছু নেই
এক কণাও যদি ধুলো ছোঁয় তবে....
★
প্রাপ্তিসংবাদ ও মতামত আশাকরি।
নমস্কার ও ধন্যবাদসহ —
বিকাশ মন্ডল
মনশুকা হাওড়া
সূচক - ৭১১৪১০
পশ্চিমবঙ্গ, ভারত
দূরভাষ - ৯৯১১৬৫৪৬২৩ ( হোঃ অ্যাপ)