আপন বুঝ
মৃধা মুহাম্মাদ আমিনুল
কত জনে কত কিছু বলে
তাতে নিজেকে ছোট ভাবলে
বড় হতে তুমি পারবেনা।
সব বাধা বিগ্ন পরিক্ষা
কর যদি তুমি উপেক্ষা
বড় ঠেকাতে পারবেনা।
যে কোনতে থসকবে লক্ষ
তোমার মত কেউ হবেনা,
লোক এ দুনিয়ার
শুনলে কথা সবার
সুনাম ধন্য কভূ হবে না।