Ads Area

হেরেও বিজয় - মৃধা মুহাম্মাদ আমিনুল

 হেরেও বিজয়

মৃধা মুহাম্মাদ আমিনুল 

ব্যর্থতা ছাড়া জীবনে কোনও
সফলতা আসবে না,
বার বার হেরে গেলে কাজে
জয় আশা থাকে না।

মানুষ জীবনে আশাহত হয়
বার বার ব্যর্থতায়,
কিন্তু গ্লানি টানতে শিখলে
হেরেও বিজয় হয়।

আগে যদি হার মেনে যাও
জিতে যাওয়া দায়।
লেগে থাকো কাজ করো
আসবেই বিজয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area