দ্বীনের পথে
গোলাপ মাহমুদ সৌরভ
ছেলে মেয়ে হবে মুমিন
মাদ্রাসাতে দিও,
হাফেজ মাওলানা হবে
দ্বীনের পথে দিও।
কোরআন মুখস্ত করে ছেলে
হাফেজ সাহেব হবে,
দ্বীনের পথে দাওয়াত দিবে
সওয়াব হবে তবে।
সুসন্তান রেখে যাও ভাই
এই পৃথিবীর তরে,
ছেলে মেয়ে করবে দোয়া
দু-হাত উঁচু করে।
নবীর সুন্নত আঁকড়ে ধরে
রাখবে দাড়ি টুপি,
দেশ বিদেশে করবে ওয়াজ
হাফেজ ছেলে হ্যাপী।
হাফেজ মাওলানা হবে যখন
ছেলে মেয়ে ভাই,
মরার পরে শান্তি পাবে
দ্বীনি শিক্ষা চাই।