ক্ষণ
মৃধা মুহাম্মাদ আমিনুল
ক্ষনিকের বিদায়ে বাড় ব্যাথা হৃদয়ে
নাদারা কান্না-ক্রন্দন,
শত সহস্র ত্যাগ জলেতে-অনুরাগ
কেন ছল-ছল ক্ষণ।
কেন অশ্রু গড়াবে ব্যাধি এসে জড়াবে
রইবে উৎসাহিত মন,
জ্ঞান বন্টন কারী করিবে অহাজারী
জল ছাড়িবে নয়ন।
যখন'ই বিলুপ্ত হবে মানব তোমা খুঁজিবে
দিবাযামী করিবে স্বরণ ,
কোমল সৎ ব্যবহার শূন্য হিংসা অহংকার
অনুকরণ মানুষ জন।
দিল খানা অকৃত্রিম প্রবৃত্তি বোধ অসিম
সতত চলাচল কুর্দন,
বিগত ছুড়ে ফেলে বর্তমান ক্রোড়ে নিলে
বাড় বৃদ্ধি বুদ্ধি মনন
এমন বিদায় হাজার আসিবে বারে বার
শূন্য করুন,অনুমান,
সকল বিঘ্ন উপেক্ষা মনিষা বিভোর রক্ষা
ধৈর্য ধারন মূলধন।