গ্রামের ছোট্ট মেয়েগুলো
©মম
নন্দীবাড়ির একদল মেয়ে।
গ্রীষ্মকালের রোজ ভোরে, যখন,
ভালো করে যায় না কিছুই দেখা চোখ চেয়ে,
খিরকি ঘাটে নেয়ে
শুদ্ধ প্যান্ট পড়ে,
খালিপায়ে, খালিগায়ে ওরা তখন,
সাজি নিয়ে হাতে
বায়ুনদের উঠোনে যায় ফুল তুলতে।
বায়ুনবুড়ি বেদম গাল পারে।
হাঁ হাঁ হাঁ করে
ভোর কাঁপানো চিৎকারে।
ওরা তখন পালিয়ে আসে
দৌড়ে, হুড়মুড় করে।
আর হাহাহা হিহিহি করে
খিলখিলিয়ে হাসে।
তবে তার গালে কি আর যায় আসে তাতে!
ফের পরের ভোরে
ওরা আবার যায় ফুল তুলতে।
আর নেয় সাজি ভরে।
ওরা নন্দীবাড়ির তুলসী তলায় ব্রত করে।
পুণ্যি পুকুর নাম তার।
বাড়ির সবাই বোঝায় ওদের -
কি দরকার তোদের
ওই বায়ুনদের ফুল নেওয়ার?
নিজেদের বাগানের অতো ফুল তো নিস।
মন ভরে না তাতে?
ওতেই পূজোর অঞ্জলি দিস!
ওরা শোনে না কারোর বারণ।
ছোট্ট বালিকা যে ওরা।
এটাই তো মূল কারণ।
ওরা মানা শুনবে কার?
নিয়ম ভাঙ্গার দূত যে ওরা।
ছোট্ট পণ ওদের -
ব্রতের পুকুরে অনেক ফুল দেওয়ার;
দিল্লী