Ads Area

দেবতা কান্না - তীর্থঙ্কর সুমিত

 দেবতা কান্না

তীর্থঙ্কর সুমিত


কিছু কথা শুনতে শুনতে...
একাগ্রতার হাত ধরে পার হয়ে গেলাম সমুদ্র
প্রতিদিনের হিসেব
পালে হাওয়া লাগলে নদীর দিক পরিবর্তন হয়
সমুদ্র মন্থনে পাওয়া যায় ---
একটা সকাল আঁকার রং তুলি
ফিরে আসা যত অভিমান
বিরহের উপনিষদে জ্বল জ্বল করে
এ কেমন ভারতবর্ষ আমার
দেবতারাও কেঁদে ওঠে অগোচরে।

তীর্থঙ্কর সুমিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area