Ads Area

মাটি - রেজাউল করিম রোমেল

মাটি
------
রেজাউল করিম রোমেল
----------------------------------

একদিন তো ছিলাম মাটি
হয়ে যাব মাটি,
কিসের এতো গর্ব তোমার
হয়ে যাব মাটি।

এই মাটিতে জন্ম সবার
মাটিতেই হবে শেষ, 
গাছ-পালা দালান-কোঠা
কিছুই রবে না অবশেষ। 

ক্ষমতা ধনসম্পত্তি একদিন 
কিছুই রবে না,
কোনো কিছুই স্থায়ী নয়
স্থায়ী কিছুই রবে না।

কিসের এতো গর্ব তোমার 
কিসের এতো বেস,
একদিন তো হবে মাটি
মাটিতেই হবে শেষ।

-------------------------------------------------------
রেজাউল করিম রোমেল 
চাঁচড়া, রায়পাড়া, যশোর। 
মোবাইলঃ ০১৭৬০-৮১৩৪৮৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area