Ads Area

বর্ষা রে তুই আয় - কমল ঘোষ





     বর্ষা রে তুই আয়
        কমল ঘোষ 
ইলশে গুঁড়ি, ইলশে গুঁড়ি, তুই না এলে পরে,
ইলিশের যা দাম রে বাবা! পোষায় নাকো দরে।
মুষলধারে নাই বা এলি, ইলশে গুঁড়ি চাই,
সারাবছর কি করে বল রুই-কাতলা খাই?
ইলিশগুলো বড্ড পাজী! বাড়িয়েছে তার দর,
দিতে পারলেই মিলবে খেতে, নইলে তুই মর!
ব্যাঙগুলোকেও বলিহারি বাবা! ডাকরে গ্যাঙর গ্যাঙর,
নইলে কি আর বর্ষা আসে! ভরে নদী - সাগর।
বর্ষাতে তো তুই - ই রাজা, আনন্দে দিস ঝাঁপ,
মানুষগুলো বড্ড উদাস, করে না তার মাপ।
ঝিঁঝিরা ধরে ঝোপেঝাড়ে দরবারী রাগে গান,
না গাইলে ছাড়বি নাতো, কেড়ে নিবি তুই জান।
দস্যিপনা করিস না তুই, এই বর্ষা তুই আয়,
মরানদী ছুটুক এবার, সামনে - ডাইনে-বাঁয়।
নদীগুলোর নাব্যতা কম, দিবি তাই তুই মেপে,
আসিস নাকো কখনও যেন এক্কেবারে ঝেঁপে। 
দুই বঙ্গের মাঝিরা সব তোর আসাতেই বসে,
বাঁধছে তারা কোমরগুলো গামছা দিয়ে কষে। 
প্রকৃতিটাও ঝিমিয়ে আছে, ডাকছে কত তোকে,
চাষাভুষার ঘুম নেইকো, তুই না আসার শোকে।
তুই বর্ষা নাচিস ভালো - ঝম্ ঝমা ঝম্, ঝম্,

খিচুড়ির সঙ্গে কম পড়ে যায় শুধুই আলুর দম। 
ঠিকানা - গ্রাম - মালঞ্চ, ডাকঘর - রাখাজঙ্গল, জেলা - পশ্চিম মেদিনীপুর, সূচক - ৭২১৩০১,পশ্চিমবঙ্গ, ভারত, মোবাইল নাম্বার - 9679969437

Attachments area
কমল ঘোষ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area