Ads Area

তুই আমার - রুবি সেনগুপ্ত

 তুই_আমার 



তুই আমার ভালোবাসা মধুপের স্নিগ্ধ গুঞ্জন।
তুই আমার স্মৃতির ঝাঁপির নরম সঙ্গোপন।।
তুই আমার একলা ঘরের বেঁচে থাকার স্বাদ।
তুই আমার মুষলধারে বৃষ্টিভেজা একফাঁদ।।
তুই আমার মেঘের দলের দুঃখ সারাবেলা।
তুই আমার বৃষ্টিভেজা হৃদয় ভাঙার খেলা।।
তুই আমার উদাস চোখের নীরব অন্ধকার। 
তুই আমার শুন্যতায় ডুবে থাকা হাহাকার।।
তুই আমার চোখে নিত্যনতুন এক আকাশ।
তুই আমার মনের আগুন একান্ত অবকাশ।।

তুই আমার কখনো মেঘ কখনো রোদ্দুর।
তুই আমার বাতাস নীলাভ ওই সমুদ্দুর।।
তুই আমার অকালে ঝরে পড়া ফুলের রেণু।
তুই আমার দশদিকে আদিগন্ত ওই রঙধনু।।
তুই আমার অভিমানের চিলেকোঠার ছাদ।
তুই আমার রাতজাগা ভারী এক অবসাদ।।
রুবি সেনগুপ্ত
তুই আমার আবেগঘন মুহূর্ত জীবনযাপন।
তুই আমার হারিয়ে যাওয়া এলেমেলো মন।।
তুই আমার মিথ্যে খেলাঘর সাজিয়েছে বেশ।
তুই আমার অধীর আগ্রহে অপেক্ষা শেষ।।






পুরুলিয়া,
পশ্চিমবঙ্গ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area