রক্ষা করো প্রভু রাহমান সিদ্দিক নবীনগর,ব্রাহ্মনবাড়িয়া বন্যা থেকে সিলেটবাসী রক্ষা করো প্রভু, তুমি বিনে উদ্ধারে কেউ পারিবেনা কভু। বজ্রপাতে বন্যার জলে মেরোনা আর তুমি, বন্যার পানি দূর করিয়া জাগাও সিলেট ভূমি। সিলেটবাসীর কষ্ট যতো আহাজারির বাদ্য, বালা সকল দূর হটাইয়া দাওগো প্রভু খাদ্য। ক্ষতিগ্রস্ত যে জন হয়ছে পোষাও ক্ষতি তাদের, অঢেল দয়া প্রভু তোমার তুমি মাওলা কাদের। বজ্রপাত ও,বন্যায় ভেসে যাদের হয়ছে মরণ, গুনাহ খাতা মাফ করিয়া করো তাদের বরণ। |