Ads Area

কদর রাতে -তপন কুমার পাল



কদর দিনে দু'হাত তুলে মুমিনেরা দোয়া মাগে, পুণ্য জমা করতে তাঁরা প্রভুর নামে রাত্রি জাগে। রমজান মাসে রোজা রেখে নেকি কর্ম করলে পরে, সুখের হাওয়া বইতে থাকে সব মুমিনের ঘরে ঘরে। রোজা শেষে বাঁকা চাঁদ'টা ঈদের খুশি বয়ে আনে, খোকা-খুকির ঘুম থাকে না ছোটে সবাই খুশির টানে। গরম হাওয়া বইতে থাকে মনের শান্তি হয় যে ফিকে, তবু দেখি ঈদের খুশির শোর পড়েছে চারিদিকে। কেনাকাটার হিড়িক পড়ে সেমাই চিনি কাপড় জামা, হৃদ খুশিতে নাচে সবাই বুড়া-বুড়ি চাচা মামা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area