Ads Area

তপন কুমার পাল’র দুইটি কবিতা

১.

 নটরাজের তাণ্ডব


তপন কুমার পাল অক্ষরবৃত্ত( দীর্ঘ ত্রিপদী পয়ার ) ঈশান কোণেতে মেঘ বাতাসের গতিবেগ হুহু করে আজ বেড়ে যায়, আঁধার ঘনিয়ে এলো তপনের কী যে হলো পালিয়ে সে কোথা গেলো হায়। গুড়ুম গুড়ুম করে মেঘের গর্জন ধরে অট্টহাসি হাসে বারেবার, ভয়েতে পরান কাঁপে বিধাতার কোন্ শাপে রক্ষা নাই যে আজকে আর। ঝড়-বৃষ্টির সংঘাত বৃক্ষরাজি কুপোকাত নটরাজের তাণ্ডবে আজ, কালবৈশাখী ধরাতে কি যে আছে বরাতে গুড়ুম গুড়ুম পড়ে বাজ। ঘর বাড়ি ভেঙে যায় টিনে চালা উড়ে হায় নর-নারী কাঁদে হুহু করে, কিয়ামত দেখে ভাই জীবনের আশা নাই কালবৈশাখীর কোপে পড়ে।

২.

পল্লী মায়ের ডাকে তপন কুমার পাল শোর করেছে চারিদিকে ঈদের গন্ধ নাকে, ঘরে ফেরার ভিড় জমেছে পল্লী মায়ের ডাকে। ঈদের ছুটি কাটবে ভালো আশার আলো বুকে, খোকা-খুকি ঘুম ছুটেছে স্বর্গীয় এক সুখে। দলে দলে ছুটছে সবাই আপন ঘরের দিকে, ঈদের খুশি কোনো মতেই হয় না যেন ফিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area