Ads Area

কুসুমের বাগে - তপন কুমার পাল

শিরোনাম -কুসুমের বাগে লিপিকার -তপন কুমার পাল 01/05/22, 6+6/6+2

ভ্রমরের দল বড় চঞ্চল ঘোরে মধু আহরণে, ছোট পাখি হায় কিচিমিচি গায় ফল খায় মধুবনে। কুসুমের বাগে অলি প্রেম রাগে কানাকানি করে তারা, ভাব বিনিময় কোলাকুলি হয় প্রেমেতে পাগলপারা। ফুলে-ফলে ভরা রূপসী যে ধরা রূপেতে নয়ন ভোলে, গগনের তলে বলাকা যে চলে দেখিয়া হৃদয় দোলে। দূর হতে দূরে যায় পাখি উড়ে গোধূলিতে নীড়ে আসে, প্রজাপতি উড়ে ফুলে ফুলে ঘুরে মধু খেয়ে সুখে ভাসে। প্রকৃতির মাঝে কত সুর বাজে ওই বিধাতার দান, ফুল পাখি ফল ঝরনার জল ভোরেতে পাখির গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area