Ads Area

আজো স্বাধীনতা পাইনি - এফ এম বুরহান

 আজো স্বাধীনতা পাইনি


এফ এম বুরহান আজো পাইনি আমি, স্বাধীনতার প্রকৃত সুখ। ভোট দিতে গিয়ে পেলাম, অস্বাধীনতার দুঃখ। আজো স্পষ্ট ভাবে, বলতে পারিনা কথা। দেওয়ালের‌ও কান আছে, পেতে পারি ব্যাথা। ভোট চোর , চাল চোর ঘোরে স্বাধীন ভাবে ‌। আমি এক গরীব মানুষ, কাঁদি তাই নীরবে। কিবোর্ড-কলমে পারিনা লিখতে, মনের কিছু মন্ত্র। ভয় লাগে ভাই খুব, রিমান্ডের ঐ যন্ত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area