সবুজ
অজিত কুমার জানা
শ্বাস-প্রশ্বাসের নক্ষত্র উল্লাসে,
পাতা সবুজ হয়,
ফুটপাতে অসুস্থতা কাঁদে।
শারীরিক শহর ও মানসিক শহর,
হাতে হাত ধরে।
ঝলমলে স্বাধীনতার ডানা,
ব্রহ্মাণ্ড ছুঁয়ে ছুঁয়ে-
সরস কল্পিত উপন্যাস।
ক্লোরোফর্ম প্ল্যাটফর্ম গড়ে।
অজিত কুমার জানা
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত,