রূপের ঝলক
তপন কুমার পাল উড়িয়ে অলক রূপের ঝলক ছড়িয়ে মিষ্টি ঘ্রাণ, ষোড়শীর দল পায়ে পরে মল গাইছে মধুর গান। অঙ্গে ঝরছে উতলে পড়ছেপ্রেমের অমিয় ধারা, খোঁপা ভরা চুল গোঁজা জুঁই ফুল বাড়ছে প্রেমের পারা। ললনার বুকে আছে সুখ লুকে মনেতে মাতন জাগে, ভালো যে বাসিয়া প্রেমেতে ভাসিয়া জ্বলছি ফাগের আগে। ষোড়শীর মনে পলাশের বনে বইছে ফাগুন বায়, ঘন কালো চুলে মন উঠে দুলে কামনা জাগে যে হায়। কামনায় জ্বলে ডাকে প্রতিপলে ললিত রূপের ছায়া, মন ভরে যায় দেখলে যে হায় মর্মর করে কায়া। হৃদয় মাঝেতে রঙিন সাজাতে নয়ন ভুলিয়া যায়, মনের ক্ষুধাতে প্রেমের সুধাতে হৃদয় সুখেতে গায়।