Ads Area

শুধু তোমায় - কবি সনত ষন্নিগ্রহী

 শুধু তোমায়

কবি সনত ষন্নিগ্রহী
তারিখ ২৫°৬°২২
ভাললাগে শুধু তোমায়
কেন প্রিয়ে জানিনা,
মনের মাঝারে শুধুই তুমি
তুমি কি তা বেঝোনা।
আছো তুমি মনের মাঝারে
জানি না ভালোবাসা কিনা,
কেন তবে তুমি কাছে এসে
ভালোবাসি বলো না।
ভালো লাগে শুধু তোমায়
তোমার মনের ঠিকানা জানিনা,
ভালোলাগা যদি ভালোবাসা হতো
এ জীবন হতো সুখের আয়না।
ভালোলাগা যদি ভালোবাসা হয়
এ জীবনে করিনিতো ভুল,
ভালোবাসা হয়ে হৃদয় মাঝারে
হয় সে গোলাপ ফুল।
ভালো লাগে শুধু তোমায়
জানিনা কেন এমন হয়,
তোমা ভালবেসে পাবো কিনা
মনে নেই মোর সংশয়।
ভালোবাসি তোমা এই জীবনেতে
তোমা ভালোবেসে যাবো,
জানিনা তোমায় এই জীবনেতে
আপন করে কি পাবো।
কবি সনত ষন্নিগ্রহী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area