Ads Area

অতৃপ্তি পরশ মনি - উজ্জ্বল কুর্মী

 অতৃপ্তি পরশ মনি

উজ্জ্বল কুর্মী
তারিখঃ২৫/০৬/২০২২
এ যে এক পাহাড়ের চুড়া
আকাঁশ ঘন মেঘের ঘন ছাঁয়া।
কোন রুপ, বেদিশা হারা,
নীরবতায় জাগে শুধু মায়া।
আমি এক নবাগত দুগ্ধ শিশু
পা আছে শৈশব যৌবন।
কাটছে দিন হু-হুল্লা শিস,
মায়ার কোঠরে আলোর ভুবন।
ফলের আকাঙ্গা নিরুৎ জীবন
বেশ ভালো যাবে দিন।
সৎ চিন্তাভাবনা আলোর পন
আনন্দ উল্লাসে স্বাধীন।
বসতে দাওগো পাশে তোমার
ক্লান্ত আজি নীরহারা।
আত্মা সমর্পণ আজ আমার
প্রেমে হব দিশেহারা।
থরথর বুকে আজও কম্পন
উজ্জ্বল কুর্মী
তৃপ্তিকে ভালোবেসে।
সুন্দর হোক জীবন মহৎ গুন
অতৃপ্তি আলোর পরষে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area