আমাদের দিল আল্লাহ যুদ্ধ জয়ের মালা
কেন রক্ত দিয়ে লেখা হল বাংলাদেশের নাম
আমিনা নাহার
কেন রক্তের বদলে পেল এই দেশ স্বাধীনতার-ই নাম । এই দেশত ছিল নিরীহ
তবে কেন এই দেশের উপর হায়েনারা আঘাত করল
আমরাতো চেয়েছিলাম মায়ের ভাষা বাংলায় কথা বলতে
তারা কেন বলত আমাদের উর্দুতে কথা বলতে?
আমরা বাঙালি, আমরা প্রতিবাদ করতে জানি
আমরা প্রতিবাদ করলাম
রক্ত দিলাম জীবন দিলাম
তারপর আনলাম মাতৃভাষারে
মাতৃভাষার সুখ পেলাম আমরা যে ।
লক্ষ শহীদ রক্ত দিল
তার বিনিময়ে এই দেশ মাতৃভাষা পেল
রক্ত দিয়ে আনলাম আমরা মাতৃভাষারে
আর কোন দেশ তো রক্ত দিয়ে আনল না মাতৃভাষারে
তাইত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেল আমাদের ২১শে ফেব্রুয়ারি রে।
আমরা বীরের জাতি আমরা লড়তে জানি
আমরা হায়েনাদের কবল থেকে মাতৃভাষা যুদ্ধ করে আনতে পারি
আমার আল্লাহর সহায়তা ছাড়া আমরা পেতাম না এই মাতৃভাষার মালা ।