Ads Area

নদী তুমি - গোবিন্দ মোদক

 নদী তুমি …

গোবিন্দ মোদক

(কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত)


অবিরত একটা চলা 

ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা 

পাহাড় থেকে সাগর 

চলার পথে রোমাঞ্চ …

পর্বতসঙ্কুল এলাকা, তরাই অঞ্চল,

কঙ্করময় মালভূমি …

আবার কখনও সমভূমি 

তুমি উর্বর করো তোমার পলিতে।

যুগ যুগ ধরে নব নব সভ্যতা 

সবুজ শস্যক্ষেত্র হাতছানি দেয়, 

বনানী ডাকে মেঘের দলকে, 

তুমি বয়ে চলে অবিরাম …

নদী তুমি, তটিনী, নৃত্য পটিয়সী!

=============================


সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

গোবিন্দ মোদক

পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area