Ads Area

বন্যা ২০২২ - কায়সার উদ্দিন জালাল

বন্যা ২০২২

কায়সার উদ্দিন জালাল প্রতি বছর বর্ষা আসে ঋতু চক্রের প্রভাব, দেশ বিদেশের মানুষ জনের বাড়ে দুঃখ অভাব। নদী ভাঙ্গে ঘর বাড়ি সব ক্ষেতের ফসল নষ্ট, বসত ভিঠা ধ্বসে গিয়ে হয় মানুষের কষ্ট। এবার এমন বন্যা

হলো ডুবলো সিলেট জলে, ক্ষেতের ফসল গরু ছাগল গেলো পানির তলে। চোখের সামনে ভেসে গেলো কাঁথা বাটি কম্বল, যাহা ছিলো গরীব ঘরের সকল সহায় সম্বল। মাথা সমান বানের জলে ভাঙ্গলো ঘরের খুঁটি, জলের উপর ভাতের ডেগে ভাসলো সন্তান দুটি। সাঁতার কেঁটে সে ডেগ নিয়ে ভাসে উদ্ধার আশায়, বিশ্বাস করে কেউ আসিয়া নিবে তাদের বাসায়। আশ্রয় কেন্দ্রে বন‌্যার্তদের বড়ো অভাব থাকার, দেয়না তাদের এনে কেহো দু'বেলা ভাত আহার। ওগো আল্লাহ দয়ার সাগর রাগ অভিমান ভুলে, আমরা তোমার আদম সন্তান নাও না কোলে তুলে। ভুল করেছি করছি স্বীকার ক্ষমা চাই হাত তুলে, ভাণ্ডার থেকে কিছু রহম পাঠাও দোয়ার খুলে। আর দিয়োনা এমন বন‌্যা এ পৃথিবীর পরে, আলো বাতাস বৃষ্টি দিয়ো জীবন রক্ষার তরে। লন্ডন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area