প্রণয়
আচ্ছা মনে আছে যেদিন বলেছিলে তোমায় ভুলে যেতে, বলেছিলে প্রেম অনেকবার আসে জীবনে।
আমি তখন হেসেছিলাম মনে মনে।
হাসছিলাম কারণ আলবাত প্রেম আসে, প্রতিদিন আসে। ভালোবাসি প্রাণ ভরে।
অপরপ্রান্তে গ্রাহক পরিবর্তিত হয়। কখনো মা, বাবা, দাদা, বন্ধু, বাড়ির সামনের কুকুর ভুলু, ফুল-পাতা, হঠাৎ পরিচিত কেও, ভালোবাসা আসে সবার তরে।
এভাবেই জীবন চলে, এভাবেই এগোই আমি
ভালোবাসা আসবে না তা নিতান্ত মুর্খামি।
আমি জানি। কিন্তু তুমি অন্য রকম
কিভাবে বোঝাবো, কেই বা বুঝবে। আমি প্রকাশে অক্ষম।
তোমাকে দেখলে শান্তি আসে, হাসি আসে, গল্প করতে ইচ্ছে হয়
এটুকুতেই মন ভরে ওঠে, এটুকুই প্রণয়
তোমাকে নতুন করে বলার কিছু নেই, সেই মলিন কোনো এক প্রেম পত্রে
একমাত্র তোমাকে দেখে ছন্দ আসে, কবিতা খুঁজে পাই প্রতি ছত্রে।