Ads Area

রং-পেন্সিল - গোবিন্দ মোদক

 রং-পেন্সিল 

গোবিন্দ মোদক 


রং-পেন্সিল দিয়ে একটা গ্রাম আঁকছি, 

গ্রামের সমান্তরাল রেখা জুড়ে আঁকছি ধানক্ষেত, 

পাখিদের ওড়াউড়ি, 

গোবিন্দ মোদক 

নদী আঁকছি, আঁকছি পালতোলা নৌকা ...

ভাটিয়ালি গাওয়া মাঝি আর বর্ষার আকাশ ... 

রঙিন দো-ভেঁজে ঘুড়ি আঁকছি ...

দুষ্টু পল্লী-বালকের হাতের লাটাই-এর টান আঁকছি,

ঘুড়িটা পতপত উড়ছে ...

আমি ঘুড়ি ওড়বার শব্দ শুনতে পাচ্ছি ...

শুনতে পাচ্ছি বৃষ্টি আসার শব্দ ...

ডোবার জলে ব্যাঙেদের কোলাহল ...

শুনতে পাচ্ছি রাখালের বাঁশির সুরে ঘরে ফিরতে থাকা 

গোরুর পায়ের খুরের শব্দ ...

শুনতে পাচ্ছি দাওয়ায় বসা ছোট খুকির পড়ার শব্দ –

"আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ..."।

আমি সব শুনতে পাচ্ছি। আমি সব শুনতে পাই

যখন বৃদ্ধাশ্রমের একাকী এই আট-ছয় ঘরে বসে 

রং-পেন্সিলে আমার ছোটবেলার গাঁয়ের ছবি আঁকি।

=============================


সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area