রোজার শেষে খুশির বেশে ইদ এসেছে সবার ঘরে গরীব-ধনী হাসছে সবাই হাসছে সবার আপন পরে। খোকার গায়ে রঙিন জামা পকেট গরম সেলামিতে হাত দু'খানা দারুণ দেখি কে সাজালো মেহেদিতে? কাঁদবে নিধন, নয়তো আজি ভরা তাদের ঝোলাগুলি ঈদ এসেছে শহর-গায়ে তাইতো সবার কোলাকুলি।
কবিতা পাড়া
মে ০৩, ২০২২
0