Ads Area

চিত্তরঞ্জন সাহা চিতু’র দুইটি কবিতা

 বই ভালবাসি

. বই মেলায় বই কিনে এসো বই পড়ি, বই পড়ে জীবনটা সব্বাই গড়ি। লেখাপড়া জানলে ভাল হওয়া যায়, অবসরে বই পড়ে আনন্দ পায়। মুর্খ লোকগুলো পদে পদে হারে, শিক্ষিত মানুষের সন্মান বাড়ে। তাই এসো বই কিনে উপহার দিই, বই যারা ভালবাসে তাকে বুকে নিই। ২.
মে দিবসের ডাক . সাতান্ন সালের শিকাগো শহর নৃশংসতার নাম, জীবন দিয়েছে কাতারে কাতারে জানাই লাল সালাম। অাট ঘন্টার ন্যায্য দাবিতে রাজপথ হয় লাল, ইতিহাস হয়ে আজও তো আছে

সাতা্ন্নর কালো সাল। সেদিনের সেই শকুনের দল মিছিলে চালায় গুলি, শহীদ হলো এগারো শ্রমিক সেই দুঃখ কি ভুলি। বিচারের নামে প্রহসন করে ছ'জনের দেয় ফাঁসি, স্তম্ভিত শ্রমিকের দল, হতবাক বিশ্ববাসি। লাল চক্ষু ভয় করেনি আগুন জ্বলেছে দেশে, মাথানত করে শকুনের দল দাবি মানে তারা শেষে। সেদিন থেকে সারা বিশ্বে মে দিবসের ডাক, খেটে খাওয়া লোক খাটুনির শেষে ন্যায্য পাওনা পাক। ০০০০০০০০০০০০০০০০০০০০০০ সাংবাদিক, কবি ও গীতিকার বড়, বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ মোবাইলঃ ০১৮১৮-৩৪৩৯৩৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area