Ads Area

ভিক্ষার বাটি - ভরত মন্ডল

কবিতা-"ভিক্ষার বাটি"



ভরত মণ্ডল
ভরত মন্ডল

--------------------------------- মা বাবার স্বপ্ন ছেলেকে করাবে ডিগ্রী , তাইতো বাবা চাষের জমি করে দিল বিক্রি ৷ মায়েরও ছিল অনেক স্বপ্ন ছেলে হবে বড় , তাই তো গয়নাগাটি বিক্রি করে মা,টাকা করলো জড়ো ৷ একটা সময় পূর্ণ হলো মা বাবার আশা , কিন্তু ছেলে অনেক দূরে করল নতুন বাসা ! ছেলে এখন মস্ত বড় বেড়েছে টাকার গরম , তাই গরিব বাবার পরিচয় দিতে ছেলেকে লাগে শরম ৷ ভুলে গেলো লালন-পালন ভুলে গেলো মা-বাবার সেই স্মৃতি অজানা এক সাথি নিয়ে করছে প্রেম প্রীতি ৷ ভেবে ছিলো মা-বাবা ছেলে হবে—বুড়াতি কালের লাঠি , কিন্তু সব কিছু বিক্রি করে মা-বাবা ধরেছে ভিক্ষার বাটি ! ----------------------------------- গ্রাম-নন্দলালপুর,পোস্ট অফিস-নন্দলাল পুর,থানা-বৈষ্ণব নগর ,জেলা-মালদা,পিন নং-৭৩২২১০ ,,পশ্চিমবঙ্গ,ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area