ভোরের আঁচলে
---------------------------------------------------------
স্বাধীনতা - নদীর ফরসা জলে ভেসে ওঠা
আমার মায়ের মুখ
ভোরের আঁচলে জেগে ওঠা
পাখিদের সুমধুর কলরব গান ;
স্বাধীনতা - পাকা হলুদ ধানের মাঠ থেকে
উড়ে আসা পিঠে পুলি নবান্নের ঘ্রাণ,
শত সহস্র শহীদের দু'হাতে ধরা
বিজয় নিশান l