এখনোও আঁধার
কখনো পড়ন্ত বিকেলে নগ্ন পায়ে
যদি এসে দাঁড়াও আমার করিডোরে ,
হয়তো দেখবে ভেসে যায় বারান্দা গোধূলী রঙে।
গ্রিল জড়িয়ে বোগেনভেলিয়া, মানি প্লান্ট।
বিছানায় নরম রোদ, দুরন্ত প্রেম, যৌনতা।
রান্নাঘরে তেল, হলুদ, চেনা মশলার গন্ধ।
স্নানঘরে ঢেউ ভিজিয়ে দেয় নারী ভাস্কর্য।
ফেসবুক প্রোফাইলে ঝরে পড়ে
দাম্পত্য উচ্ছ্বলতা, সুখ, শো অফ।
যদি হাতের মুঠোফোনের ক্যানভাস ডুবে যায়
তোমারই বেদনার কুয়াশার ভিড়ে,
তবে কাছে এসো -----
স্পর্শ দিয়ে অনুভব করো
আমার হৃদয়ের নিশব্দ পাড় ভাঙ্গা ।
ধবল উপত্যকা, গ্রীবা ছাড়িয়ে চোখে চোখ রেখ,
সেখানে জমে আছে তোমাকে হারানোর আঁধার।
kalyani, Nadia, Bengal.
![]() |
বর্ণালী ভৌমিক দে |