Ads Area

ঘরজামাই - অঞ্জলি দে নন্দীমম


এক যে আছে
ঘরজামাই।
শ্বশুর বাড়ি স্বর্গ যেন 
তার কাছে।
আবভাব র হেন।
নাম তার নিমাই।
বৌ, শ্বশুর আর শাশুড়ী ছাড়া
তিনকুলে তার আর কেউই নাই।
ঘরজামাই ও তাই।
মাথা তার টাকলা, কেশহারা।
নাদুসনুদুস, ফর্সা, সদা হাসিমুখো।
কাজ তার - সাজা শ্বশুরের হুঁকো।
সাজা শাশুড়ির পান।
মাজা খুলে দুজনেরই বাঁধানো দাঁত - চার পাটি।
কাজ করতে করতে করতে সে গায় নানান গান।মাঝে মাঝেই খায় সে বউয়ের চাঁটি।
চোখ পাকিয়ে বলে, বৌ, চিৎকার করে,
যেই না দেয় সে চুমুক চা'য়,
"আঃ মোলো যাঃ! মিংসে ঠিক করে
বানাতেও পারে না আমার চা-টি।
চিনি দিতে ভুলে যায়।
সাধে কি আর আমার হাতে মার খেয়ে মরে?"
বেচারা নিমাই, কি আর করে!
বৌয়ের ভয়ে কাঁপে।
আর ফের চা বানায়, গিয়ে রান্না ঘরে।
ও ভেবেছিল, বারান্দায় বসে, একসাথে,
মিঞা, বিবি টান দেবে চায়ের কাপে।
তা না আবার তাকে হয় চা বানাতে।
তাও আবার একার হাতে।
বউ তো আর থাকে না পাশে।
তা যাই হোক না কেন - 
নিমাই কিন্তু ওর বউকে খুব ভালোবাসে।
বৌ তো তার কাছে তাল মিছড়ি যেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area