প্রেম ও বর্ষা
মনিরুজ্জামান প্রমউখ
------------------------------ -
হৃদয়ের উষা জমিন হতে যার বপন শুরু অনদেখায় লগ্ন সয়ে সয়ে ভোরের শৈশব হতে রাত্রির বিকাশ অবধি
প্রেমের হাত ধরে প্রেম হাঁটে গিরিখাত বেয়ে অজানা সমুদ্রে ।
বর্ষার খাম খাম পত্রাবলীতে সবাই ভাসে অবলীলায়
জোয়ারের বর্শীয়ানায় তবু পথ বদলে নেয় প্রেমাগ্নি
আবাল-বৃদ্ধ-বণিতার অন্তরগুহে জ্বেলে দেয় আশুমহি।
পথ ঘুরে দাঁড়ায় পথের নিমেষে প্রেমের সুনিক্ত সন্ধানে
যৌথ যোজনায় যে রশ্মি বাড়ে পৃথিবীর গোলক মোহনায়
আমরা তারে প্রেমের দাগে শ্রোতময়ী ঢলে প্রেমসাগর বলি।
ডুবতে ডুবতে ভেসে উঠি প্রেমের বারান্দায় অচিন নাগরিক বেশে
বাঁচতে বাঁচতে ভাবদর্শক হয়ে আপনারে বুঝাই প্রেম বিনা শুধু ছাই।
--------------------
মনিরুজ্জামান প্রমউখ।
সন্না, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।