Ads Area

আমাদের অদেখার মতো হয় দেখা - ফুয়াদ স্বনম

 আমাদের অদেখার মতো হয় দেখা




.
কিছু কিছু মানুষ সামনেই থাকে একদম সামনে, যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যায়। কিন্তু চরম সত্যিটা হলো প্রচন্ড ইচ্ছে করলেও তাকে আর জড়িয়ে ধরা যায়না বুকের মাঝে, যেমনটা আগে নিতাম। হাটুমুড়ে বসে পড়ি সেই ছায়ার সামনে সমস্তটুকু কুড়িয়ে নিতে চাই অথচ ধরতে গেলেই ধুলোয় মুঠো ভরি? সে তো আজ কেবলই এক দগদগে স্মৃতির কোলাজ। সে আজ এক রক্তমাংসের মানুষ শুধুই আমার মানুষ আর নেই। কথাও হয় প্রায়ই তার সাথে -কথা হয়? হয়, কিন্তু সে সবই কথার কথা, সে কথায় আমাদের বলে কোন কথা নেই। লিফটে উঠি প্রচন্ড ভীড়ের মাঝে একই সাথে একই ফ্লোরে নামি আমরা, শুধু নামিনা একই পৃথিবীতে। আমাদের দুজনের পৃথিবী বিভাজিত এখন যার যার পৃথিবী এখন তার তার, যার যার জীবন এখন তার তার। মাঝে মাঝে যে একা পাইনা, তাও না। পাই, তখন প্রচন্ডরকমের ইচ্ছে করে কলার ধরে ঝাঁকাই, চুমু খাই
ফুয়াদ স্বনম

চুমুতে চুমুতে ভরিয়ে দেই ফের তার কপাল আর খাঁজ কাটা চিবুক। ইচ্ছে করে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে একটিবার জিজ্ঞেস করি কেন? কেন? কেন এমনটা করলে? কি দোষ করেছিলাম, বলো? আমাদের প্রতিদিনই দেখা হয়, কিন্তু এ প্রশ্নগুলি করবার মতো করে দেখা হয় কই? মানুষের মতো প্রতিবার দেখা হয় আমাদের রক্ত মাংসের ভীষণ উর্বর মগজের মানুষের সাথে। কিন্তু, প্রেমীদের মতো দেখা হয় আর কই?
_____ফুয়াদ স্বনম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area