নারী পুরুষ সমতা
এস এম মামুন ইসলাম
বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার নারী" অর্ধেক তার পুরুষ?
পুরুষ পরিশ্রম করে মাটে ঘাঠে
শহর বন্দরে-
নারী পরিশ্রম করে সংসারে
তবুও তার বিরদ?
নারী পুরুষ একত্বে বিশ্বজুড়ে
পরিশ্রম আর খাটুনি সবাই করে,
প্রতিনিয়ত ভিন্নি ভিন্নি নিরলস
নারী পুরুষ সমতা চির অমর।
অনুপ্রেরনা স্লোগান সাফল্যমণ্ডিত
নারী পুরুষ আছে বলেই
পৃথিবী সাজে ধারাবাহিকতায়।
সভ্যতারর নবীন সৈনিক জাগতিক নিত্যদিন
জাগরণের শেষ প্রহরে বীরত্ববার্তা,
নারী পুরুষ নেই কোন ভেদাভেদ
যে কোন কাজ করবে সকলেই।
Enter
S M Mamun Islam
বৃক্ষছায়া
এস এম মামুন ইসলাম
বৃক্ষরোপন উৎসব মধুর শোভা
বহু বাসনায় প্রাণপনে জীবন বাঁচায়,
এই উৎসব থাকুক সবার তরে
চির শ্যামল মায়ের আঁকা মনোগ্রামে।
বাংলার বন- বনানী সরু তরুলতা
আঙিনার দূর্বাবন আর উঠান,
বৃক্ষের ছায়া লেগে আছে বর্ণময়
বাতাসের সুরে সুরে সুশীতল মুক্তি।
প্রাণ ভরে যায় বৃক্ষের ছায়ায়
পরিশ্রমী কত পল্লী ঝিল্লি মানবের,
বৃক্ষ হলো বেঁচে থাকার অক্সিজেন
সোনালী ধান পাটের সুশ্যামলা জমিতে।
গন্ধ বয়ে বেড়ায় বৃক্ষের বাতাস
নব নব নতুন সুরে,
উম্মুক্ত হয়ে চির সবুজের বুকে
সব মানব অমৃত ছায়া খোঁজে।