Ads Area

দাবানল - নাসরীন রেখা

 দাবানল

নাসরীন রেখা
নাসরীন রেখা

৫/৬/২০২২
এ কোন সভ্যতা যার আড়ালে পিষ্ট মানবতা?
দাবা নলের রাহুল গ্রাস আর ছড়াবে কত ত্রাস?
কড়ে নিবে তাজা তাজা প্রাণ স্বজনের বুকের
পাজর ভেঙে করবে খান খান!
মায়ের চোখের নোনা জল, বোনের আহাজারি
আর কত ছড়িয়ে পড়বে বাড়ি বাড়ি?
আর কত সভ্যতা ভস্মীভূত হলে মুক্তি পাবে
মানবতা?
নীলচাষ নেই বাংলার প্রতিটি মাঠে ঘাটে অফিস
আদালতে লেগে আছে লাল মুখো সাহেবদের
স্পর্শ।
নাম বদলে সাম্যবাদ,সামন্তবাদ ও পূঁজিবাদ
পয়সার এপিঠ -ওপিঠ!
বৃটিশ বেনিয়ারা বীজ বপন করে গেছে কুফল
ভোগ করছে সাধারণ জনগন।
দর্শকের সারিতে দাঁড়িয়ে আর কত দেখতে হবে
নিমতলী, রানা প্লাজা ও সীতাকুণ্ড?
আর কত মরলে বন্ধ হবে রক্তের হোলিখেলা?
মনুষ্যত্বের হবে বিকাশ ও মানবতা থাকবে
চির অম্লান।
বাঁচার অধিকার যারা হরণ করছে।
তাদের লালসার বিরুদ্ধে
রুখে দাঁড়ায়।
আওয়াজ তুলি
বন্ধ কর রক্তের খেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area