Ads Area

আমরা যাযাবর - শ্রীমন্ত দাস

 আমরা যাযাবর

শ্রীমন্ত দাস
শ্রীমন্ত দাস

কিগো খুকু কাঁপছো কেন?
নেই কি তোমার ঘর?
ঘুমোলে কোথায় শীতের রাতে?
আছে তো চাদর?
ঠোঁট ফুলিয়ে নাঙ্গা শিশু
দিদির হাতটা ধরে
বলল কেঁদে মোদের ঘরটা
ফুটপাতের ঐ পারে।
যেথায় রাত্তিরেতে শিশির ঝরে,
দিনটা আগুন লাগায়,
বসন্তে পাই খানিক শান্তি
বর্ষা জলে ভেজায়।
বাবা-মা নেই? দেখে নি কেউ?
কোথায় তারা থাকে?
দিদি বলে ঐ দেখো না
একটু দূরে বালুচরে মেঘনার ঐ বাঁকে,
শুয়ে ঘুমায় আর জাগে না,
ধুর!কোন কিছু ভল্লাগেনা,
ঐ বাবুটা মদের নেশায়
জড়ায় আমার মা কে।
বাবা বোঝায় দোষ তোর নাই,
বলছি তোল্ না মুখ,
ভালবাসি তোকে যে খুব
ভরিয়ে আমার বুক।
শুনলো না সে কোনো কথা,
উধাও দু-দিন পরে,
দেখতে পেলাম শুয়ে আছে
মেঘনা নদীর চরে।
বোধ হয় মা টা অপমানে
মেঘনাতে দেয় ডুব,
সেদিন থেকে বাপটা পাগল,
মা কে খোঁজে মেঘনা চরে খুব।
মা নেই! বাপ থেকেও আমরা হারাই ঘর,
পথে পথে খাবার কুড়াই,
রাত্তিরেতে পথে ঘুমাই,
আমরা যাযাবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area