কিসের নিন্দা কিসের ক্লেশ,
করো নাকো ধর্মের দ্বেষ!
এটাতো গুরুজনের উপদেশ।
ধর্ম কথা করো মান্য!
তোমার জীবন হবে ধন্য-
জীবন তো তারই জন্য।
যার যে ধর্ম,
তার সে কর্ম,
সে বোঝে তার মর্ম।
মিছে কেনো আজ করো ধর্ম নিয়ে বারাবাড়ি?
সংঘাতে সংঘাতে বাজাও মারামারি?
এটাতে হয় শুধু মনুষ্য জাতির ছাড়াছাড়ি।
তবুও কেনো করো আজ পর ধর্মের গ্লানি?
মিছে করো বিদ্বেষ মিছে করো হানাহানি,
ধর্মের মাঝে বিশ্বাসই মূল এটা সবাই জানি।
ধর্মদ্বেষ ছেড়ে গড়ো আজি সম্প্রীতির বন্ধন!
ভাগ করে নাও সকলে সবার দুঃখ-সুখ,হাসি- ক্রন্দন,
এতে দেশের মঙ্গল হবে শান্তি মিলবে সর্বক্ষণ।
গুরুজনে বলে ধর্মের পথ স্বর্গের দ্বার,
নিজের ধর্ম হৃদয় মাঝে করো যদি সঞ্চার!
করো না কাউকে অন্যায় অত্যাচার!
ইহাই সঠিক ধর্মবিচার।