হোমআমরা কী সত্যিই দুঃখী? - শাওন সানা (দিপু) আমরা কী সত্যিই দুঃখী? - শাওন সানা (দিপু) কবিতা পাড়া এপ্রিল ২০, ২০২২ 3 ও পাড়ার বিল্টুকে যেদিন নেড়ি কুকুরটার লাঞ্চ ছিনিয়ে, নিজের উদর ভরাতে দেখেছিলাম; সেদিন বুঝেছিলাম, আমি কতটা সুখী! যেদিন ফুটপাতে ঘুমন্ত লোকটির, চাকায় পিষে যাওয়া মাথাটা দেখেছিলাম; সেদিন বুঝেছিলাম, আমি কতটা সুখী! যেদিন শপিং মলে জুতো কিনতে গিয়ে, পা-বিহীন বৃদ্ধকে বুকে ভর দিয়ে চলতে দেখেছিলাম; সেদিন বুঝেছিলাম, আমি কতটা সুখী! যেদিন নিউজে এক অসহায় ধর্ষিতার, নিজেকে শেষ করে দেওয়ার খবর শুনেছিলাম; সেদিন বুঝেছিলাম, আমি কতটা সুখী! আমরা তো সামান্য অভাবেই দড়িতে ঝুলতে চাই, বিরহে গরল গিলতে চাই, একাকীত্বে শিরায় ব্লেড বসাতে চাই, আমাদের সো কলড ডিপ্রেশনের চাপে! কিন্তু আমরা কী সত্যিই দুঃখী? নাকি অন্যের তুলনায়; অনেকটাই সুখী! নবীনতর পূর্বতন ধর্ম বিচার - অর্জুন চন্দ্র
অসাধারণ জীবনমুখী কবিতা। সবটা জুড়েই কঠিন বাস্তবতা ছেয়ে রয়েছে যেন,
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনসুখ-দুঃখ পুরোটাই আপেক্ষিক| ভালো কবিতা | জীবনে ইতিবাচক দিকটা উপেক্ষা করা কখনই উচিত নয় 🙏🌹
উত্তরমুছুন