১.
আমার প্রিয় নবী.
সুরের মাঝে বেঁচে আছে,
প্রিয় নবী মুহাম্মদ রাসুল (দঃ),
তাইতো আমার কণ্ঠে ঝরে
মিষ্টি গোলাপ ফুল।
পাখির গানে নবীর কথা
সুরে দোলে গুল্ম লতা,
আকাশ পানে উড়ে বেড়ায়
হাজার ভ্রমর কূল।
আমার সুরের মাঝে বেঁচে আছে
প্রিয় নবী মুহাম্মদ রাসুল( সঃ)।
রাতের তারায় নবী জ্বলে,
হৃদয়ে মোর কাঁপন তোলে
আকাশ ভরা, জ্যোৎস্না ঝরে,
নাই কোন তার তুল।
আমার সুরের মাঝে বেঁচে আছে,
প্রিয় নবী মুহাম্মদ রাসুল (সঃ)।
২.
তুমি দয়ার সাগর
.
তুমি রহিম, তুমি করিম, দয়ার সাগর রে,
তোমার দয়ায় হাসছে ভূবণ, ভাসছে তোমার রহমতে।
ঐ দেখ না আকাশ জলে, ভাসছে কেমন নীল তরী,
পাল তুলে মেঘ পাড়ি জমায়, পাহাড়গুলোর পিঠ ধরি।
চন্দ্র জলে জ্যোৎস্না মেয়ে, নাচছে কালো কেশ খুলি,
বাতাস মাঝে সুবাস ছড়ায়, হাস্নাহেনা ফুলগুলি।
রাগলে তুমি, ভূবণ মাঝে উন্মাতাল এক ঝড় উঠে,
বৃক্ষ-লতার শাখায় শাখায়, কান্না-হাসির সুর ফোঁটে।
আকাশ ভরা বিজলি মেয়ে, রুক্ষ হয়ে বোম ফাঁটে,
অশ্রু ধারা শীতল হয়ে, শিলা বৃষ্টির রব ছোটে।
তোমার হুকুম তামিল করে, সাগর জলের ঢেউগুলি,
ফুসলে পানি উছলে উঠে, পাহাড়সম জল তুলি।
তোমার ভয়ে কাঁপছে জগৎ, ভুমিকম্পের স্কেলে,
পড়ছে ভবন, কাঁদছে মানুষ, হিংসা বিভেদ সব ভুলে।
তুমিই রহিম তুমি করিম, দয়ার সাগর রে-----
-প্রতিষ্ঠাতা সভাপতি, বোনারপাড়া লেখক চক্র, সাঘাটা, গাইবান্ধা।