Ads Area

মরিয়ম মুন'র দুইটি কবিতা

১.

 রাইয়ানের ঈদ ভাবনা

.

রাইয়ান এক ছোট্ট খোকা তার মাথায় ঈদের ভাবনা, কিভাবে কাটাব ঈদ? নাই চোখে তার নিদ। রাইয়ান বলছে আমায় আপুমণি, ঈদের আর কটা দিন বাকি? তার যে আর তর সয়না, পরবে কবে নতুন জামা, ঈদগাহ মাঠে যাবে কবে? সেমাই খেয়ে দাদুর সাথে। নামাজ শেষে করবে কি এই ভাবনায় রাইয়ান এখন ব্যস্ত নাকি?

২.

থাকবো নাকো বন্দী . থাকবো নাকো শিকল পরে এই বাংলার ঘরে, উড়তে চাই পাখি হয়ে সুন্দর নীল আকাশে। গা ভাসাবো সমুদ্র জলে ছুটবো মাঠে ঘাটে, এগিয়ে যাবো আমি পিছনে সব ফেলে। লোকে বলে, নারী হয়ে জন্ম তোমার থাকো ঘরে বন্দী। আমি বলি, থাকবো না নারী হয়ে থাকবো না বন্দী, মানুষ হয়ে বাঁচবো মোরা জলবো আলোকঊমি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area