Ads Area

শ্রমের মূল্য -তপন কুমার পাল

 শ্রমের মূল্য

তপন কুমার পাল শ্রম ও শ্রমিক মাল ও মালিক ভিন্ন মেরু হায়, শ্রমিক বুঝে শ্রমের মূল্য মালিক জ্বলে যায়। নায্যমূল্য দাবি করে সকল শ্রমিক ভাই, তাতেই জ্বলন হয় যে শুরু মালিকপক্ষের তাই। দ্বন্দ্ব যে হায় বেধে গেল মালিক,শ্রমিক দল, মালিকপক্ষের বলপ্রয়োগে হয় যে উল্টা ফল। আঠারো'শো ছিয়াছি সাল পহেলা মে দিন, শ্রমিকের পরে চালায় গুলি বাজে বিষের বীণ। পহেলা মে খুনখারাপি শিকাগোতে হয়, ওই দিনকে বিশ্ববাসী কালা দিবস কয়। আত্মহত্যা করে শ্রমিক উচিত শিক্ষা দেয়, মালিকপক্ষ বাধ্য হয়ে দাবি মেনে নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area